রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় এস্কেভেটর আঘাতে কৃষক নিহত

সিংড়ায় এস্কেভেটর আঘাতে কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় ফসলী জমিতে এস্কেভেটর ভেকু মেশিন দিয়ে পুকুর খনন ও
ড্রাম ট্রাক দিয়ে মাটি বহনকালে এস্কেভেটরের আঘাতে হেলাল উদ্দিন (৩৮) নামে এক ভেকু কন্টাক্টর নিহত হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজার এলাকায় তালঘড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উপজেলার ডাহিয়া ইউনিয়নের ক্ষীরপোতা গ্রামের মৃত মুনছের আলীর বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তালঘড়িয়া গ্রামে ফসলি জমিতে এস্কেভেটর দিয়ে মাটি কেটে পুকুর খনন ও ড্রাম ট্রাক দিয়ে মাটি বিক্রয় মিটিয়ে নেয় হেলাল উদ্দিন, ড্রাম ট্রাকের মাটি ফেলানো দেখাতে গিয়ে এস্কেভেটরের আঘাত লেগে
মাটিতে পড়ে যায়। আঘাতপ্রাপ্ত হয়ে মাথা দু-ভাগ হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার পরে এস্কেভেটর ড্রাইভার দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নিহতের লাশটি তাহার নিজ বাড়িতে নিয়ে যায়। সিংড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে নিহতের লাশটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছেন।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …