নিজস্ব প্রতিবেদক,সিংড়া: নাটোরের সিংড়ায় ইদ্রিস আহমেদ নামের এক এনজিও ম্যানেজারকে ছুরিকাঘাত করেছে সেন্টু নামের এক ঋণ গ্রহীতা। বৃহস্পতিবার সকালে সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ইদ্রিস আলী যশোরের মনিরামপুর উপজেলার লক্ষণপুর গ্রামের আহমেদ আলীর পুত্র। সে আর আর এফ নামক একটি এনজিও’র সিংড়া শাখার ম্যানেজার হিসেবে কর্মরত। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, দেড় বছর আগে সিংড়া পৌর শহরের চকসিংড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে সেন্টু আর আর এফ থেকে ৬০ হাজার টাকা ঋণ নেয়। এ পর্যন্ত কোন টাকা পরিশোধ করেনি। টাকা চাইলে শুধু ঘুরায়। ঘটনার দিন সকালে বাসষ্ট্যান্ড এলাকায় দেখা হলে সেন্টুর কাছে টাকা চায় ম্যানেজার ইদ্রিস আহমেদ। দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সেন্টু ছুরি বের করে ম্যানেজারের পেটে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান ম্যানেজার ইদ্রিস আহমেদ। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী জানান, মৌখিকভাবে শুনেছি, তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …