মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে পরিক্ষার্থীদের বিক্ষোভ

সিংড়ায় এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে পরিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া: ২২ ব্যাচকে গলায় মালা, ২৩ ব্যাচকে কেন অবহেলা’ প্রতিপাদ্য নিয়ে এইচএসসি পরীক্ষার তারিখ পেছানো ও পূর্ণ মার্ক ৫০ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাটোরের সিংড়া উপজেলার পরিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এসে মানববন্ধন করে। পরে নাটোর-বগুড়া মহাসড়কে বিক্ষোভ করে পরিক্ষার্থীরা। বিক্ষোভে দুই শতাধিক পরিক্ষার্থী অংশ নেয়। এতে নেতৃত্ব দেয় সালমান সাদিক, সম্রাট, হোসেন, রাকিবুল, রাফি, মাহমুদুল হাসান সবুজ, শাকিল প্রমুখ।

পরিক্ষার্থীদের দাবি, তারা অনেক কম সময় পাচ্ছে। এই সময়ে পুরো সিলেবাসের পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তারা আরও বলেন, আমাদের সিলেবাস কমিয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হোক অথবা পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। ১০০ নম্বরের পরীক্ষা আমরা মানি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করে যাবো।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …