মঙ্গলবার , সেপ্টেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ইমাম-মুয়াজ্জিনদের সাথে পলকের মতবিনিময়

সিংড়ায় ইমাম-মুয়াজ্জিনদের সাথে পলকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক,সিংড়া:
নাটোরের সিংড়ায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও মাদ্রাসার মুহতামিমদের সাথে দ্বাদশ জাতীয় নির্বাচনী ইশতেহার ও উন্নত, আধুনিক, স্মার্ট সিংড়া বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা করেছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি।

রোববার (১২ নভেম্বর) বেলা ১১টায় সিংড়া গোডাউন এলাকায় তিনি এ সভা করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন এর সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমুখ।

এরপর বেলা ১২টার দিকে উপজেলার ৬৩টি প্রতিষ্ঠানে ৫২ লাখ টাকার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী। এসময় সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, গত ১৪ বছরে দেশে যত মসজিদ, মাদরাসা নির্মাণ হয়েছে, তা বিগত দিনে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মীয় প্রতিষ্ঠানে যত অনুদান দিয়েছেন, যা কোনো সরকার করেনি। বিগত ৫০ বছর মিলেও তা হবে না। দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদরাসা বোর্ড ও মাদরাসা শিক্ষা প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।

আরও দেখুন

সিংড়ায় ঝড়ে ভেঙ্গে পড়লো শতবর্ষী বৃক্ষ মানিক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের শতবর্ষী গাছ বৃক্ষ মানিক আকর্ষিকঝড়ে ভেঙ্গে পড়েছে। শতবর্ষী এই …