শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ইটালি ইউপি চেয়ারম্যানকে ফোন করে খাদ্য পেলেন কৃষক

সিংড়ায় ইটালি ইউপি চেয়ারম্যানকে ফোন করে খাদ্য পেলেন কৃষক

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় চেয়ারম্যান কে ফোন করলেই খাদ্য সহায়তা পাচ্ছেন করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষ।তাদের চাহিদা জানার পর কর্মহীনদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। সম্প্রতি করোনা সংকটে সরকারি নির্দেশনা মেনে বাড়িতেই অবস্থান করছিলেন নাটোর জেলার সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের কৃষক উদয় কুমার নিত্য আয়-রোজগার না থাকায় খাদ্য সংকট দেখা দেয় তার সংসারে। ৪ সদস্যের পরিবার নিয়ে যাচ্ছিল চরম দু:সময়। এ অবস্থায় কৃষক উদয় কুমার স্থানীয় ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফকে ফোন করে নিজেদের অসহাত্বের কথা জানান। জানানোর কিছুক্ষণ পর, খাদ্য সহায়তা, ছাত্রলীগ কর্মী মানিক হোসেন কে দিয়ে চেয়ারম্যানের ব্যক্তি গত তহবিল থেকে চাল, ডাল, আলু, তেল ও একটি সাবান তাদের বাড়িতে পৌছে দেন চেয়ারম্যান আরিফ। এ বিষয়ে কথা হলে ইউপি চেয়ারম্যান বলেন, অপ্রয়োজনে বাহিরে ঘুরবেন না কেউ। সহায়তা পাবার উপযুক্ত কেউই অভুক্ত থাকবে না। সরকারি নিদের্শনায় কর্মহীনদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি আমরা। তিনি আর বলেন মধ্যবিত্ত পরিবার যদি খাদ্যর প্রয়জন হয় তাহলে তারা আমার ফোন নাম্বারে ফোন দিলে তাদের পরিচয় গোপন রেখে তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিবো।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার হত্যার ৬ বছর পরে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে বিএনপি নেতা খাইরুল ইসলামকে গুলি করে হত্যার ৬ বছর পর মামলার …