শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় ইউপি চেয়ারম্যানের উপস্থিতে বাল্যবিয়ে সম্পূর্ণ

সিংড়ায় ইউপি চেয়ারম্যানের উপস্থিতে বাল্যবিয়ে সম্পূর্ণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে বইছে সমালোচনার ঝড়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের ক্ষিরপোতা গ্রামে। ইউপি চেয়ারম্যান এমএম আবুল কালাম নিজে বিয়েতে উপস্থিত ছিলেন স্বীকার করে বলেন, মেয়ের বয়স ১৬ বছর হলে বাবা-মা রাজি থাকলে সেটা বাল্যবিয়ে নয়। তিনি এ প্রতিবেদককে বিয়ের সঠিক বয়স জানতেও বলেন।

তবে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুমি আকতার বলেন, মেয়ের বিয়ের বয়স ১৮ আর ছেলের ২১ বছর নির্ধারণ রয়েছে। এখন পর্যন্ত এ আইনের কোনো পরিবর্তন হয়নি। জানা যায়, মঙ্গলবার ক্ষীরপোতা গ্রামের কৃষক হাফিজুর রহমানের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে বৃষ্টি খাতুনের সঙ্গে পার্শ্ববর্তী বাঁশবাড়িয়া গ্রামের ইয়াকুবের ছেলে হাফেজ রাজু আহমেদের বিয়ের প্রস্তুতি চলছিল।

বিষয়টি ৯৯৯-এ ফোনে অবগত করা হলেও পুলিশ পৌঁছার আগেই স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএম আবুল কালামের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। এদিকে ঘটনাস্থল থেকে মেয়ের ভগ্নিপতি সবুজ আলীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাকে অন্য একটি পারিবারিক অভিযোগে আটক দেখিয়ে রাতেই ছেড়ে দেওয়া হয়।

আরও দেখুন

বিশ্ব শিক্ষক দিবস আজ

নিজস্ব প্রতিবেদক শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এই প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব শিক্ষক, ২০২৪’ পালিত …