সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় আয়েশ গ্রামবাসীর উদ্যোগে ঈদপুর্ণমিলনী 

সিংড়ায় আয়েশ গ্রামবাসীর উদ্যোগে ঈদপুর্ণমিলনী 

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামবাসীর উদ্যোগে ঈদপুর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১২ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিন সন্ধায় আয়েশ বাজারে এ পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

আয়েশ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ  আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, জেলা আওয়ামী লীগের সদস্য মাহাবুব আলম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক অন্তর পারভেজ মোহন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক ভিপি সজিব ইসলাম জুয়েল, সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি মোঃ মাসুম আলী,

ডাহিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মতিন মৃধা, আয়েশ গ্রামের কৃতিসন্তান বিএসটিআই অফিসার মোঃ তহিদুল ইসলাম, এসআই সিরাজুল ইসলাম, পুলিশ কনস্টেবল আব্দুল কাদের, মোঃ মিঠু, মোঃ শামীম হোসেন, কাওছার আহমেদ, ডাহিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহসভাপতি মোঃ শামীম রেজা, যুবলীগ কর্মী আনোয়ার হোসেন, মাহাবুব আলম, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, গ্রাম প্রধান মোঃ আলা উদ্দিন আকন্দ, শেখ বাহা উদ্দিন, জোবান ফকির প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন আয়েশ শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি ও সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক সৌরভ সোহরাব।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …