শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সিংড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় আদিবাসী পরিষদ সিংড়া উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে শেষ হয় এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদ সিংড়া উপজেলা শাখার সভাপতি পরিতোষ চন্দ্র উরাঁও এর সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি।

বিশেষ অতিথির বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন পাহান, রাজশাহী নিউ ডিগ্রি গভঃ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তিরকি, এন.এন.এমসি. ফাউন্ডেশন রংপুর এর অ্যাডভোকেসি অফিসার নিরঞ্জন কুমার দাস, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, সিংড়া হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শীতল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক রবিন কুমার কুন্ডু, সিংড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁন মোহন হালদার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৫ শতাধিক আদিবাসী নারী পুরুষ অংশ নেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …