শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় আত্রাই নদী থেকে স্রোতি জাল অপসারণ

সিংড়ায় আত্রাই নদী থেকে স্রোতি জাল অপসারণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় আত্রাই নদী থেকে স্রোতি জাল অপসারণ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কলম ইউনিয়নের কৃষ্ণনগর এলাকা থেকে স্রোতি জাল অপসারণ করা হয়।

সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফীন। পরিচালিত অভিযানে আনুমানিক ২ লক্ষাধিক টাকার স্রোতি জাল জব্দপূর্বক ধ্বংস করা হয় এবং সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে একজনকে জাহেদুল (২৮) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে পাঁচশত টাকা অর্থদন্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার জানান, নদীর স্বাভাবিক প্রবাহ বাঁধা সৃষ্টিকারী অবৈধ কাঠামো উচ্ছেদ এবং স্রোতি জাল অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। আজ সিংড়া উপজেলার বিলদহর এলাকায় আত্রাই নদীতে এছাড়া বেশ কয়েকটি অবৈধ কাঠামো উচ্ছেদ করা হয়।

অভিযানে সহায়তা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহ ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …