বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় আটক ১০ জুয়ারি কারাগারে

সিংড়ায় আটক ১০ জুয়ারি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে জুয়া খেলার সময় আটক ১০ জুয়ারিকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার দুপুরে তাদেরকে আদালতে নেয়া হলে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার বিকেলে অভিযান চালিয়ে চলনবিল এলাকা থেকে জুয়া খেলার সময় তাদের আটক করে সিংড়া থানা পুলিশ। এসময় নগদ ১ লক্ষ ৭ হাজার   ৯০০ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, পারকৃষ্ণপুরের আব্দুল আজিজ (৪৮), কালিনগরের রমিজুল করিম (৪৫), মুন্টু আলী (৩৮), কলম মির্জাপুরের শাহানুর (৪২), কলম হরিণার ফরহাদ হোসেন (৫৫), নাছিয়ারকান্দি গ্রামের সোহরাব আলী (৪৫), আনন্দনগরের আমির হামজা (৩৮), কৃষ্ণনগরের আব্দুস সালাম (৪০), কালিনগরের সেলিম মোল্লা (৪০) ও বিলদহরের শাহজাহান আলী (৪২)।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়েছে। পরে মামলার মাধ্যমে আদালতে পাঠালে আদালত তাদেরকে কারাগারে পাঠান।

আরও দেখুন

লালপুরে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,,,,,,,,প্রফেসর নজরুল ইসলাম রিউমাটোলজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ পিএনআরএফআরএর উদ্যোগে নাটোর লালপুরে ৫শ …