সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় আগুনে পুড়ে বসতভিটা ভস্মিভূত: সহায়তা প্রদান

সিংড়ায় আগুনে পুড়ে বসতভিটা ভস্মিভূত: সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় আগুনে পুড়ে ১ টি বসতভিটা পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত ১০ টার দিকে ৪নং কলম ইউনিয়নের দেবত্তর গ্রামে এ ঘটনা ঘটে। এতে ইয়াছিন আলীর বসতভিটা সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় নগদ টাকা, ফ্রিজ সহ মুল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, রবিবার সকালে রান্নাঘরের চুলা থেকে আগুনের দমকা হাওয়ার শব্দে তড়িঘড়ি করে বের হন। কিন্তু আগুনের তীব্রতায় ঘর থেকে কোন কিছু বের করতে পারেননি। মুহুর্তে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করেন কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু।

এসময় তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির পক্ষ থেকে ৪ বস্তা চাউল, ২ বান্ডিল টিন ও নগর ৬ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী আবু মুসা। এসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গৃহহীনদের আবাসন প্রকল্পের আওতায় ঘর করে দেয়ার আশ্বাস দেয়া হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …