নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় আগুনে পুড়ে কৃষক আকবর আলীর তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পিপুলশন কুমড়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শর্টসার্কিট এর মাধ্যমে আগুন ধরে মুহুর্তে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা এগিয়ে আসলে ও কোনো কিছু উদ্ধার করতে পারেনি। স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলাম জানান, শর্টসার্কিট এর মাধ্যমে দুপুরে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। বাড়ির নগদ টাকা, আসবাবপত্র, কাপড়, চালডাল ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ২ পরিবার কে প্রতি পরিবার ৩০ কেজি চাউল ১ কেজি ডাউল ১ কেজি সয়াবিন দের কেজি আলু ১ কেজি লবণ, নগদ ২ হাজার করে টাকা প্রদান করা হয়েছে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি র পক্ষে ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালাম ও রাব্বানী মেম্বার এর মাধ্যমে পৌঁছানো হয়েছে । এছাড়াও দ্রুত ঘর নির্মানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবেবলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …