নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় ঐতিহাসিক ছয়দফা দিবস পালিত হয়েছে। উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে দিবসটি পালিত হয়।
মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলা আ’লীগের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, পৌর আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা আব্দুল ওয়াদুদ মোল্লা, মাওলানা রুহুল আমিন, পৌর আ’লীগের সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মহন আলী, মহিলা আ’লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শামীমা হক, সাধারণ সম্পাদক পারভিন আক্তার, যুগ্ম সম্পাদক সাবানা খাতুন, সাংগঠনিক সম্পাদক খাদিজা খাতুন, পৌর সভাপতি জয়তুন খাতুন, ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হারুন বাসার প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা ইদ্রিস আলী সুমন।
উল্লেখ্য, ১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালী জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়।
আরও দেখুন
বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …