সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের ৬ জন আহত

সিংড়ায় আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের ৬ জন আহত

নিজস্ব প্রতিবেদক,সিংড়া:নাটোরের সিংড়ায় আধিপত্য ও পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের ৩ জনকে কুপিয়ে জখমসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার ( ২২ এপ্রিল) সন্ধ্যায় সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নুরপুর বাজারে এই ঘটনা ঘটে। আহতরা সবাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন গ্রুপের নেতা-কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক বাবলু নেতা-কর্মীদের নিয়ে বাজারে বসেছিলেন। এসময় কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু ও তার ভাতিজা আসাদ আলী চান এর নেতৃত্বে অর্তকিতভাবে হামলা চালানো হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক বাবলু, আসাদুজ্জামান ভুট্টু এবং প্রভাষক কাজলকে কুপিয়ে জখম করা হয়। এসময় তাদের উদ্ধারে এগিয়ে আসলে আরও ৪ জনকে মারপিট করে প্রতিপক্ষরা। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাতপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এসময় দোষীদের গ্রেফতার করতে সিংড়া থানার ওসি মিজানুর রহমানকে নির্দেশ দেন তিনি।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *