সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় অবৈধ সৌঁতির ১১টি স্থাপনা উচ্ছেদ

সিংড়ায় অবৈধ সৌঁতির ১১টি স্থাপনা উচ্ছেদ


নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পথে কৃত্রিম স্রোত সৃষ্টি ও অবাধে মৎস্য শিকার করে আসছে একদল অসাধু মৎস্য ব্যবসায়ীরা। আগাম এদের রুখতে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে মৎস্য বিভাগ। 

বুধবার উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় আত্রাই নদীর নাছিয়ারকান্দি ও কালিনগর এলাকায় ১১টি সৌঁতির স্থাপনা উচ্ছেদ এবং সেগুলো পুড়িয়ে দেয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন হোসেন ও সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদত হোসেন জানান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়ের নির্দেশনায় মৎস্য বিভাগ অবৈধ সৌঁতিজালের স্থাপনা উচ্ছেদে কাজ করছে। উচ্ছেদ অভিযান চলমান থাকবে। এরপরেও কেউ সৌঁতি দেয়ার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …