রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় অবৈধ সৌঁতিজাল উচ্ছেদ ও জরিমানা

সিংড়ায় অবৈধ সৌঁতিজাল উচ্ছেদ ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় অবৈধ সৌঁতিজাল উচ্ছেদ ও জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সোনাডাঙ্গা খালে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার সোনাডাঙ্গা খাল ও বিলের অভিমুখে পানি প্রবাহ বাধা সৃষ্টি করে অবৈধভাবে স্থাপন করা ও মাছ আহরণ রোধে ৩টি সৌঁতিজালের কাঠামো অপসারণ করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান। অবৈধভাবে সৌঁতিজাল দিয়ে মাছ শিকার করায় মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী আঃ মান্নান (৩৫) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান বলেন, বর্ষার পানি আসার পর থেকেই কিছু অসাধু ও প্রভাবশালীরা বিল এবং নদীর পানি প্রবাহ কৃত্রিমভাবে বাধাগ্রস্থ করে সৌঁতিজাল স্থাপন করে মাছ শিকার করে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …