বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় অনাবাদি জমির আবাদ বাড়াতে কৃষি উপকরণ বিতরণ

সিংড়ায় অনাবাদি জমির আবাদ বাড়াতে কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  
নাটোরের সিংড়ায় অনাবাদি জমিতে আবাদ বাড়াতে কৃষি উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি হলরুমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

‘এক ইঞ্চি জমি অনাবাদি পতিত থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে বাড়ির আঙিনায় ও অনাবাদি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ১৩৬ জন কৃষককে ১.৫ শতক প্রদর্শনীর জন্য সবজি ও ফলের বীজ, চারা, জৈব ও রাসায়নিক সার, বীজ সংরক্ষণের পাত্র ও ঝাঁজরি প্রদান করা হয়। এ নিয়ে এ প্রকল্পে ৪০১ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা প্রমুখ।

আরও দেখুন

নলডাঙ্গায় উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নলডাঙ্গা উন্নয়ন …