বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / সিংড়ায় অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ওঅনিয়মের অভিযোগ, মানববন্ধনে বাধা

সিংড়ায় অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ওঅনিয়মের অভিযোগ, মানববন্ধনে বাধা

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল
ইসলাম আনুর বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার অধ্যক্ষের অনিয়মের অভিযোগে
মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা। কিন্তু আনু অনুগতদের বাধার
মুখে তা পন্ড হয়ে যায়। এসময় তার অনুসারীরা কয়েকজনকে মারপিট
করে আহত করে এবং ব্যানার ছিনিয়ে নেয়। কর্তব্যরত সাংবাদিকদের ও
বাধা প্রদান করা হয়। অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সদ্য বিলুপ্ত
উপজেলা বিএনপির আহবায়ক ছিলেন।
তবে এসব বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ আনু। তিনি
কাজে ঢাকায় আছেন বলে জানান।
এলাকাবাসি ও অভিযোগ সুত্রে জানা যায়, নাটোর জেলার
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ। গত ৩১
ডিসেম্বর অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর চাকুরী মেয়াদ শেষ হয়।
মেয়াদ শেষ হলেও দলীয় প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানটির দায়িত্ব পালন করে
আসছেন। তার কার্যলয় দলীয় কার্যক্রম সহ অফিস রুম করেছেন এতে
করে বিদ্যালয়ের পড়ালেখা পরিবেশ বিনষ্ট হচ্ছে। এদিকে স্থানীয়দের
সাথে আলোচনা না করে একটি পকেট ম্যানেজিং কমিটি করার ও
অভিযোগ উঠেছে। অপরদিকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক
প্রভাষক আনিসুর রহমান লিখন গত ৫ আগষ্ট থেকে অনুপস্থিত থাকলেও
বেতনভাতা উত্তোলন সহ হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ রয়েছে।
লিখন বর্তমানে পলাতক রয়েছেন। এজন্য স্থানীয়রা বিদ্যালয়ের শিক্ষার
পরিবেশ রক্ষায় অধ্যক্ষকে দায়িত্ব থেকে অব্যহতির জন্য সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
স্থানীয় কয়েকজন জানান, অধ্যক্ষের সেচ্ছাচারিতা, দায়িত্ব থেকে
অব্যহতি, পকেট কমিটি বাতিলের দাবি আমাদের। ইতোমধ্যে আমরা ২
শতাধিক মানুষ এসব বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, জেলা
প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করি।
কিন্তু আজ অবদি কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এজন্য আমরা রাস্তায়
নামতে বাধ্য হয়েছি।

আরও দেখুন

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার …