নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের সিংড়ায় নিংগইনের মুজিবর রহমানের বাড়িঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পৌর এলাকার নিংগইন ভাটোপাড়ায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী শাহিন জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই গ্রামের মুজিবর রহমানের বাড়ির বৈদ্যুতিক ড্রপ তার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিংড়ার চৌগ্রাম ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় মুজিবর রহমানের ৫টিটি ঘর। আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ওই পরিবারগুলোর সদস্যরা। খবর পেয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে প্রাথমিক ভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, কম্বল ও নগদ অর্থ প্রদান করেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম ও নাটোর জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক দাউদার মাহমুদ। গৃহকর্তা মুজিবর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় ইফতার শেষে আমরা জরুরি কাজে বাড়িতে তালাচাবি দিয়ে বাহিরে যাই খবর পেয়ে বাড়িতে আসি, কিছু বুঝে ওঠার আগেই সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ঘরের কোনো মালামাল নামাতে পারেননি। আগুনে ঘরে থাকা নগদ টাকা, চাল, ডাল, কাপড়-চোপড়, আসবাবপত্র, জমির দলিল ও কাগজপত্রসহ ঘরের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে আনুমানিক তার ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ওই গৃহকর্তা মুজিবর। সিংড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক বোরহান উদ্দিন বাবু বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এমন ভয়াবহ অগ্নিকাণ্ড বলার মত ভাষা নেই। মুহূর্তের মধ্যেই আগুন সবকিছু পুড়িয়ে দেয়। ফায়ার সার্ভিস দ্রুত আসায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। নাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো আমরা বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই পরিবারের পাশে দাঁড়াবো। সিংড়া চৌগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল শাহিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
