রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাউদার মাহমুদ 

সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাউদার মাহমুদ 

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলার চৌপুকুরিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন নাটোর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ।

শনিবার দুপুরে তিনি উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামে যান।

এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবি দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে চাল, কম্বল এবং আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীনসহ তাঁর ১১ ভাইয়ের ১১টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির নগদ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা, ৬টি ফ্রিজ, ২০০ মন ধান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও দেখুন

জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ মহিলা সহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ মহিলা …