সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / সিংগাইরে অস্ত্রসহ গ্রেফতার ৪

সিংগাইরে অস্ত্রসহ গ্রেফতার ৪

মানিকগঞ্জের সিংগাইরে এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তলসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা গোয়েন্দা  পুলিশের ওসি মো. মুঈদ চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) ভোরে এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চর নয়াবাড়ীর আক্কাছ আলীর বাড়ির পশ্চিমে কাঁচা রাস্তার পাশ থেকে তাদের গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলো আজাদ (৩১), মঞ্জুর হোসেন (৩২), কামরুল হাসান (২৮) ও ফরশেদ আলম জুয়েল (৩৪)। 

এ বিষয়ে চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল আলম স্বাধীন বলেন, কিছুদিন আগে চারিগ্রাম বাজারের পাশে সংখ্যালঘু পরিবারের বসতবাড়িতে যে হামলা হয়েছিল ওই মামলার অন্যতম আসামি ছিল গ্রেফতারকৃত এই মঞ্জুর হোসেন।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *