নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের ন্যায় নাটোরেও ২৫ মার্চ কালরাত্রির এক মিনিট ব্ল্যাকআউট অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাত দশটা ৩০ থেকে দশটা ৩১ পর্যন্ত ভয়াল ২৫ শে মার্চের গণহত্যাকে স্মরণ করতেই এক মিনিটের জন্য আলো নিভিয়ে ব্ল্যাকআউট পালন করা হয়। এ সময় শহরের চারপাশে ক্ষণিকের জন্য নিঃশব্দতার সাথে ঘন অন্ধকার নেমে আসে। শহরের কেপিআই এলাকা ছাড়া সবখানেই এই ব্ল্যাকআউট করা হয়।
এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানী হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। হত্যা করে অসংখ্য নিরীহ বাঙ্গালীকে।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সেই কর্মসুচির অংশ হিসেবে আজ শনিবার রাত ১০টা ৩০মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতিকী ‘ব্ল্যাকআউট ‘ পালন করা হয়।
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …