নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের ন্যায় নাটোরেও রেলওয়ে কর্মচারীদের বাংলাদেশ রেলওয়ে কর্মরত অস্থায়ী শ্রমিকদের অস্থায়ী পদ থেকে স্থায়ীকরণ করতে হবে, নিয়োগবিধি ২০২০ সংশোধন করে পূর্বের নেয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অষ্টম শ্রেণী পাস বহাল রাখতে হবে, আউটসোর্সিং খাত বাতিল করে অস্থায়ী খাত চালু রাখতে হবে, কর্মচারীদের সকল বকেয়া বেতন পরিশোধ করতে হবে, অস্থায়ী কর্মচারীদের ক্ষমতার বলে অন্যায় ভাবে রাখা যাবে না, রেলওয়েতে প্রচলিত আইন অনুযায়ী দৈনিক ৮ ঘন্টা ডিউটি নির্ধারণ করতে হবে এবং নিরাপদ কর্মস্থল চাই সহ ছয় দফা দাবিতে কর্মবিরতি চলছে।
আজ ১৬ অক্টোবর রবিবার সকালে সিগন্যাল না পাওয়ায় রাজশাহী থেকে চিলাহাটি গামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস নাটোর স্টেশনের অদূরে দাঁড়িয়ে যায়। পোর্টার, পয়েন্টমেন্ট, গেটম্যান, ওয়াচম্যান সহ ১১ জন কর্মচারী রয়েছে অস্থায়ী নিয়োগের ভিত্তিতে। তাদের মধ্যে সকালে যে চারজনের ডিউটি ছিল তারা কর্মবিরতির কারণে স্টেশনে না আসায় এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে এবং অস্বস্তিতে পড়েন একমাত্র রেলের কর্মকর্তা স্টেশন মাস্টার কামরুন নাহার। এ সময় ট্রেন যাত্রীরা হৈচৈ শুরু করলে স্টেশন মাস্টার কামরুন নাহার ট্রিপল নাইনে কল করে পুলিশ ডাকেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে এক ঘন্টা বিশ মিনিট পরে ট্রেনটি নাটোর স্টেশন ছেড়ে যায়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …