সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / সারাদেশে চলমান ধর্ষণের বিচার নিশ্চিত করার দাবিতে “পুসান” এর মানববন্ধন

সারাদেশে চলমান ধর্ষণের বিচার নিশ্চিত করার দাবিতে “পুসান” এর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ নাটোর (পুসান) এর আয়োজনে নারীর প্রতি সহিংসতা ও নিপীড়ন বন্ধ এবং সারাদেশে চলমান ধর্ষণের বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ১১টায় নাটোর প্রেসক্লাবের সামনে পুসান এর সদস্যরা এ মানববন্ধন করে।

এসময় সংগঠনের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান বলেন ধর্ষকদের চিহ্নিত, দ্রুত কার্যকর শাস্তি নিশ্চিত করতে হবে এবং তিনি আরো বলেন বাংলাদেশে প্রতি বর্গ ইঞ্চি জায়গায় নারীদের জন্য নিরাপদ করে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম রাব্বানীর রঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক চ.বি শিক্ষার্থী রিপন সরকার। এছাড়া মানববন্ধনে নাটোর জেলার এন এস কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এন এস কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এস এম শাহাদাত হোসেন।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …