সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সারাদেশের মত নাটোরেও কোভিড-১৯ বুষ্টার সপ্তাহ শুরু

সারাদেশের মত নাটোরেও কোভিড-১৯ বুষ্টার সপ্তাহ শুরু


নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের মত নাটোরেও কোভিড-১৯ বুষ্টার সপ্তাহ শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে সকাল থেকে এই বুষ্টার ডোজের টিকা প্রদান শুরু হয়। প্রথম দিন সকালে টিকা কেন্দ্র তেমন ভীড় দেখা যায়নি।

টিকা গ্রহিতারা জানান, তারা টিভিতে দেখে এবং মাইকিং শুনে এই টিকা নিতে এসেছেন। যদিও এখন করোনা রোগের প্রাদুর্ভাব অনেকটা কমে গেছে। তবুও প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তারা এই বুষ্টার ডোজ নিচ্ছেন।

তাদের অনেকে বলেন, অনেকের কাছে শুনেছেন যে এই টিকা নিলে জ্বর হওয়া সহ নানা সমস্যা হয় কিন্তু তাদের কোন সমস্যা হয়নি। তাই বুষ্টার ডোজ দিতে এসেছেন। এখানে বেশ সুশৃংখলভাবে টিকা দেওয়া হচ্ছে বলে তারা জানান।

জেলার অন্যান্য উপজেলাতেও একইভাবে বুষ্টার সপ্তাহ শুরু হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানান।

সিভিল সার্জন রোজি আরা খাতুন জানান, জেলার সবগুলো উপজেলাতেই আজ শনিবার থেকে এই নির্ধারিত কেন্দ্রে বুষ্টার ডোজ সপ্তাহ শুরু হয়েছে। তাদের কাছে বর্তমানে ৮৫ হাজার টিকা রয়েছে। প্রয়োজনে উর্দ্ধতন কতৃপক্ষের কাছে জানালে আবারও সরবরাহ পাওয়া যাবে। ইউনিয়ন পর্যায়ে আগামীকাল রবিবার থেকে শুরু হবে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …