নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে টিআইবি’র সচেতন নাগরিক কমিটি উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধনকালে বক্তব্য রাখেন সনাক সভাপতি রনেন রায়, সহ- সভাপতি পরিতোষ অধিকারী ও সামীমা আক্তার বিথি, সদস্য অধ্যক্ষা আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম নান্টু, স্বজন সদদস্য সাইফুল হুদা বজুসহ সনাক ও স্বজন সদস্য বৃন্দ। মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ, টিআইব কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
এ সময় বক্তারা বলেন কুমিল্লার নানুয়া দীঘির পাড় পূজা মন্ডপ, কুড়িগ্রামের উলিপুর মন্দির বান্দরবানের লামা মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দিরে ও মন্ডপে ভাংচুর, সংখ্যালঘুদের বাড়িঘরে লুটতরাজ ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান। তারা বলেন, বিচারহীনতার কারণেই বারবার এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে যা স্বাধীনতা যুদ্ধের রূপরেখার পরিপন্থী। তাই এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা।
নীড় পাতা / জেলা জুড়ে / সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের প্রতিবাদে নাটোরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সনাক
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …