শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বড়াইগ্রামে শান্তি সমাবেশ ও শোভাযাত্রা

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বড়াইগ্রামে শান্তি সমাবেশ ও শোভাযাত্রা


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
কুমিল্লা ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে বড়াইগ্রাম পৌর মেয়রের উদ্যোগে শান্তি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বড়াইগ্রাম পৌরসভা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মুক্ত মঞ্চে এসে শান্তি সমাবেশে মিলিত হয়। সমাবেশে পৌর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বাবরের সঞ্চালনায় পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, বড়াইগ্রাম সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আমিনুল হক মতিন, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিৎ কুমার কুন্ডু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার ও পৌর যুবলীগের সভাপতি সাইদুল ইসলাম বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানোর পাশাপাশি মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টানসহ সব ধর্মের অনুসারীদের বিভেদ ভুলে মিলেমিশে বসবাসের আহ্বান জানান।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …