শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে- বকুল

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে- বকুল


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
বিএনপি-জামাত সবসময় এই দেশ কে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর চেষ্টা করেছে। তারা এই দেশ কে তালেবানী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। তারা জননেত্রী শেখ হাসিনার উন্নত ডিজিটাল বাংলাদেশ কে মেনে নিতে পারছে না। অতীতের সকল ষড়যন্ত্র শিক্ষার্থীরাই প্রতিহত করেছে। সামনের দিন গুলোতেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে।

রোববার দুপুরে গোপালপুর ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধনের সময় নাটোর-১( লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, উপসহকারী প্রকৌশলী সেলিম রেজা, গোপালপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম, সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। একই দিনে উপজেলার বিরোপাড়া হযরত আয়েশা(রা:) আনহা মক্তব মাদ্রাসার একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …