বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে গণঅনশন বিক্ষোভ মিছিল

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে গণঅনশন বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক কুচক্রী মহলের হত্যা, ধর্ষণ, প্রতিমা ও মন্দির ভাংচুর, লুটপাটসহ ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৮ টা থেকে দুপুরে ১২ টা পর্যন্ত নবাবগঞ্জ পৌরসভা মাঠে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে গণঅনশন, গণঅবস্থান নেয়। পরে দুপুর ১২ টার দিকে পৌর মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ মুজিব মঞ্চে গিয়ে শেষ হয়।

৪ ঘন্টাব্যাপী কর্মসূচীতে হিন্দ-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ড. অজিদ দাস এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ডাবলু কুমার ঘোষ, পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ধনোঞ্জয় চাটার্জি, কনকরঞ্জন দাস, স্বপন ঘোষসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও ধীক্কার জানান। সেই সাথে এ ধরনের ন্যাক্কারজনক কাজ যে করুন না কেন তাকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানান তারা। বক্তারা আরো বলেন, কিছু কুচক্রী মহল ফেসবুকে ভূয়া আইডি খুলে উস্কানীমূলক পোষ্ট করছে। এজন্য প্রত্যেক হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়ের লোকেরা অন্যদের স্মার্ট ফোন না দেয়ার আহ্বানও জানান।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …