শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / মুক্ত মত / সামাজিক নিরোধ নাকি শারীরিক নিরোধ !

সামাজিক নিরোধ নাকি শারীরিক নিরোধ !

ভাস্কর বাগচী

দেশের ২০ কোটি জনতার ভিতর কত জন কোটিপতি? কত জন অর্ধ কোটি বা কোয়ার্টার কোটি টাকার লোক আছে? এর ঠিক উত্তর আমার জানা নাই! মধ্যবিত্ত কাকে বলে? মধ্যবিত্ত মাপার মানদণ্ড কী? যতটুকু জানি দিল্লির কেজরী সরকার ২০০-২২৫ ইউনিট বিদ্যুৎ যারা মাসে ব্যবহার করেন, তাদের মধ্যবিত্ত টার্গেট করে তাদের জল, বিদুৎ ও গ্যাস মওকুফ করে এখনো তাদের দিল্লি শাসন বজায় রেখেছে। আামদের দেশে এখন দরিদ্র আর নিম্ন মধ্যবিত্ত-মধ্যবিত্ত শ্রেণী প্রায় সমান! আয়কর দেন বিশ লক্ষের মত! (এদের সবাই ধনী নয় ঠ্যলায় পড়ে দেন) দেশ চল্লিশদিন ধরে জনগন কর্মহীন আছে! কিছু দরিদ্র লোক ত্রাণ পাচ্ছে! মধ্যবিত্তর অবস্থা কাহিল! দরিদ্রের ভিতর যারা ত্রাণ পাননি তারা বিক্ষোভ করছে! সামনে ইদ! প্রতিবেশী দেশ এলাকা ভাগ করেছে আক্রন্তের ভিত্তিতে সে মোতাবেক শিথীলতার ব্যবস্থা করেছে! আমাদের বোধ হয় একটু ভাবা দরকার! মধ্যবিত্তের নব প্রণয়ী কিশোরীর মত বুক ফাটে তো মুখ ফোটেনা! তারা দান চাহিতে না পারিলেও নিভৃতে ডুকরিয়া মনে মনে পরিত্রাণ চান! কিন্তু কে করিবে কাজ! কে ঘুচাতে চায় মধ্যবিত্তের লাজ…

আরও দেখুন

বর্ষাকালে চলনবিলের প্রকৃতি

আবু জাফর সিদ্দিকী:বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম চলনবিল। ৩টি জেলাজুড়ে এর বিস্তৃতি। নাটোর, সিরাজগঞ্জ ও …