বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সামাজিক দূরত্ব বজায় রেখে সিংড়ার বিলদহর মাঠে চলছে হাট

সামাজিক দূরত্ব বজায় রেখে সিংড়ার বিলদহর মাঠে চলছে হাট

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
মরণব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধ ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে নাটোরের সিংড়া বিলদহর খেলার মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে হাট বসানো হয়েছে। চামারী ইউনিয়নের বিলদহর বাজার/হাট কাঁচা বাজার স্থানান্তর করে খোলা মাঠে নিরাপদ দূরত্বে এই হাটের আয়োজন করে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ৭টায় নিবার্হী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম হাট পরিদর্শন করে সকলকে নিরাপদ দুরত্বে থেকে বাজার বসানোর অনুরোধ করেন। ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, কৃষকের কথা চিন্তা করে ১০ ফিট সামাজিক দূরত্ব বজায় রেখে হাট বসানো হয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হয়েছে। জনসমাগম না করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …