শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / সাভারে গয়না গ্রামের উদ্যোক্তারা পেলেন প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋণ

সাভারে গয়না গ্রামের উদ্যোক্তারা পেলেন প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋণ

নিউজ ডেস্ক:
করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত সাভারের গয়না গ্রামের পল্লী উদ্যোক্তাদের মধ্যে ৪১ জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রণোদনা ঋণ দেওয়া হয়েছে।

ঋণের চেক বিতরণ শেষে বিআরডিবির মহাপরিচালক মো. সাহেদ আলী গয়না বাজার পরিদর্শন করেন এবং কারিগরদের সঙ্গে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিআরডিবির উপপরিচালক গোলাম সারওয়ার মোস্তফা, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেনসহ আরো অনেকে।

সাজ্জাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রণোদনা হিসেবে ঋণ দেওয়া হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এই ঋণদান কার্যক্রম বাস্তবায়ন করেছে। উদ্যোক্তা বা কারিগররা মাত্র চার শতাংশ সুদে দুই বছরের জন্য এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত ঋণ পেয়েছেন।

ভাকুর্তা ইউনিয়ন স্বর্ণ রৌপ্য সমবায় সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন। তিনি নিজেও প্রণোদনা হিসেবে এক লাখ টাকা ঋণ পেয়েছেন। তিনি বলেন, আমাদের ইউনিয়ন থেকে সারা দেশে গয়না যায়। এছাড়া ভারত, নেপাল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও অনেকেই এখান থেকে গয়না সরবরাহ করে। স্বর্ণের গহনা খুব কম বানানো হয়। বেশিরভাগ হয় রুপা এবং তামা, পিতলের। ভাকুর্তায় গয়নার কারিগর আছে সাত থেকে আট হাজার। মোটামুটি এলাকার প্রতি ঘরেই দুই-একজন করে কারিগর আছেই। ভাকুর্তায় গয়নার দোকান আছে প্রায় ৩০০। সব মিলিয়ে মাসে কয়েক কোটি টাকার গয়না বিক্রি হয় এখান থেকে। কিন্তু করোনার প্রভাবে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। এভাবে চলতে থাকলে হয়তো আমাদের এই গয়না তৈরির কাজ বন্ধ হয়ে যেত। তবে প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে আমরা নতুন করে ঘুরে দাঁড়াতে পারব।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …