বৃহস্পতিবার , এপ্রিল ২৪ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / সাব রেজিস্টারকে হেনস্থা এবং হয়রানির প্রতিবাদে নাটোরে মানববন্ধন

সাব রেজিস্টারকে হেনস্থা এবং হয়রানির প্রতিবাদে নাটোরে মানববন্ধন

 নিজস্ব প্রতিবেদক: 

নাটোরে লালপুরে সাবরেজিস্টার মাসুদ রানাকে হেনস্থা এবং হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার দলিল লেখক, নকলবিস এবং সাধারণ জনগণ। আজ ১২ সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্তকৃত মোহরার রিপন ও তার অনুসারীরা গত ৮ সেপ্টেম্বর কতগুলো শিশু ছাত্রদের লেলিয়ে দিয়ে একজন সৎ, নীতিবান সাব-রেজিস্ট্রারকে হেনস্তা ও সরকারি অফিসের কার্যক্রম বন্ধ করে জনদূর্ভোগ তৈরী করে। এতে জমি রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যায় এবং জনগণ দুর্ভোগ তৈরি হয়। সেই সাথে সৎ এবং কর্তব্য নিষ্ঠ সাব রেজিস্টার মাসুদ রানা হয়রানির শিকার হন। আমরা রিপন সহ এই সকল ষড়যন্ত্রে জড়িত সকলের বিচার দাবি করছি। সেই সাথে সাব রেজিস্টার অফিসে কার্যক্রম স্বাভাবিক রাখার দাবি জানাচ্ছি। উল্লেখ্য ডিবিসি নিউজে এই মোহরার রিপনের দুর্নীতি এবং আধিপত্যের একটি নিউজ প্রচার হয়েছিল গত বছরে। সেই নিউজের সূত্র ধরেই জেলা রেজিস্টার একটি তদন্ত কমিটি গঠন করেন তদন্ত শেষে দোষী প্রমাণিত হওয়ায় রিপন বরখাস্ত হন।

আরও দেখুন

বড়াইগ্রামে ৫নং মাঝঁগা ইউনিয়নে ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন সহযোগী সদস্য নিয়ে বিশাল সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫ নং মাঝগাঁ ইউনিয়নের  (২ নং) ওয়ার্ডের আগ্রান -নুরদহ কর্তৃক …