নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার রয়জান বেগমও সহায়তার হাত বাড়িয়ে দিলেন। বৃহস্পতিবার ধুপইল চক পাড়া এবং ধুপইল পয়তার পাড়া গ্রামে এই খাদ্যসহায়তা তুলে দেন তিনি। করোনা ভাইরাস (COVID-19) সংকট মোকাবেলায় ৭ নং ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মহিলা মেম্বার রয়জান বেগম কর্মহীন হতদরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
অনেকে মন্তব্য করেছেন, যারা এখনো পর্যন্ত পদে আছেন তাদের কোন সাড়া নেই। অথচ ১০বছর আগে যিনি মেম্বার ছিলেন তিনি এসে মানুষের পাশে দাঁড়ালেন। রয়জানের এই কাজ মানুষ মনে রাখবে। আপনি কি ভোট করবেন এমন প্রশ্নে রয়জান জানান, ভোট করার ইচ্ছা আর নাই বাপজান।
মানুষের এই দুঃসময়ে কিছু দিয়ে সাহায্য করতে পারলে আমার মন ভাল থাকে। তাই আমি এটি করে যাচ্ছি। আল্লাহ যতদিন আমাকে সামর্থ্য দেবেন আমি ততদিনে কাজ করে যাব।
আরও দেখুন
নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …