বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি শিমুল সহ ২৪ জনের বিরুদ্ধে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি শিমুল সহ ২৪ জনের বিরুদ্ধে

  নিজস্ব প্রতিবেদক:

নাটোর সদর থানায় পৃথক দুটি হত্যা মামলার এজাহার দাখিল নাটোর প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে অপহরণ করে আটকে রেখে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোর ০২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ ২৪ জনের বিরুদ্ধে নাটোর সদর থানায় হত্যার অভিযোগে পৃথক দুটি এজাহার দাখিল করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নাটোর সদর থানায় হাজির হয়ে নিহত আন্দোলনকারী মিকদাদ হোসাইনের বাবা জামাত নেতা দেলোয়ার হোসেন খান ও নিহত লেদ মিস্রি শরিফুল ইসলাম মোহনের(৪২) বড় ভাই এস এম সেলিম মাসুম এজাহার দুটি দাখিল করেন। এজাহার সুত্রে জানা যায়, শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সরকার পতনের দিন দুপুরে আসামীরা শহরের ছায়াবানী মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে হত্যার উদ্দেশ্য অপহরন করে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের জান্নাতি প্যালেসে আটক করে রাখে মিকদাদ ও মোহনসহ আরো কয়েকজন আন্দোলনকারীকে। বিকালে সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা সাবেক এমপি শিমুলের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করলে নিজ বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে অন্যান্য আসামিদের নিয়ে পালিয়ে যায় শিমুল। এ সময় মিকদাদ ও মোহন বাড়ী থেকে বের হতে না পেরে ঘরে দেয়া আগুনে পুড়ে মারা যায়। এ ঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলার এজাহার দাখিল করা হয়।  নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম জানান, এজাহার দুটি গ্রহন করা হয়েছে। মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …