শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চরে গেল বিদ্যুতের আলো

সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চরে গেল বিদ্যুতের আলো

নিউজ ডেস্ক:
পটুয়াখালীর গলাচিপার উপকূলীয় এলাকার নদীবেষ্টিত বিচ্ছিন্ন চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন অবশেষে বিদ্যুতের আলোয় আলোকিত হলো।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১২টায় চরবিশ্বাসের কে আলী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা ৪৬৫টি পরিবারের মাঝে বিদুৎ সংযোগ সুইচ টিপে উদ্বোধন করেন।

চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, পটুয়াখালী পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার আবুল বাশার আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার, আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো ও ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন।

ভোলার চরফ্যাশন থেকে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এই দুটি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। চরকাজলের ৭ হাজার ৫৯৮ জন ও চরবিশ্বাসের ৬ হাজার ১৪ জন গ্রাহক এ সুবিধা পাবেন।

উদ্বোধনী দিনে চরকাজলে ২৩৮ জন ও চরবিশ্বাসে ২২৭ জন গ্রাহকের বিদুৎ সংযোগ দেয়া হয়।

আরও দেখুন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে …