নিজস্ব প্রতিবেদক,লালপুর: নাটোরের লালপুরে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে আয়েশা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দক্ষিণ মাঝগ্রামে এ ঘটনা ঘটে। আশেয়া খাতুন ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্র জানাগেছে, গত কাল রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন গৃহবধূ আয়েশা খাতুন। পরে গভীর রাতে তার পায়ে বিষধর সাপ কামড় দিলে তিনি ঘুম থেকে জেগে উঠে চিৎকার শুরু করেন। তবে কী সাপে কেটেছে সে বিষয়ে স্পষ্টভাবে পরিবারের কেউ কিছু বলতে পারেনি।পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম লাভলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) রফিকুল ইনলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …