বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / সাপন্থীরে নিষিদ্ধের দাবিতে লালপুরে মানব বন্ধন ও প্রতিবা সভা

সাপন্থীরে নিষিদ্ধের দাবিতে লালপুরে মানব বন্ধন ও প্রতিবা সভা

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,টঙ্গী ইজতেমা ময়ানে বিনা কারণে নিরস্ত্র ঘুমন্ত তাবলীগের সাথীরে উপর নৃশংস হত্যাযজ্ঞ, হামলা পরিচালনাকরী
সন্ত্রাসী সাপন্থীরে ষ্টান্তমূলক শাস্তি এবং নিষিদ্ধেরাবিতে মানববন্ধন ও
প্রতিবাসভা করেছে লালপুর উপজেলার সর্বস্তরের তৌহিি জনতা।
বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) সকালে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ
মানব বন্ধন ও প্রতিবাসভা করা হয়। মানব বন্ধন ও প্রতিবা সভায় বক্তব্য রাখেন নাটোর জেলা হেফাজতের সহ
সভাপতি মওলানা খবির উদ্দিন, সাধারণ সম্পাক মাওলানা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাক মাওলানা মুয়াজ্জাজ নাইম, সহ সাংগাঠনিক সম্পাক হাফিজুর রহমান, কার্যকরী সস্য মাওলানা আব্দুল জলিল, লালপুর রওজাতুস
সুন্নাহ কওমি ম্রাাসার সুপার মাওলানা জিয়াউর রহমান, আব্দুলপুর কওমি ম্রাাসার সুপার মুফতি আলী আহমা, নাটোর জেলা তাবলীগ জামাতের আমির আবুল কালাম, নবী নগর ম্রাাসার সুপার সাখাওয়াত হোসেন, যিন
নূরাইন কওমি ম্রাাসা সুপার মুফতি মানসুরুল হক, মোহরকয়াারুল উলুম
ম্রাাসার হাফেজ সাদ্দাম হোসেন প্রমুখ। প্রতিবা সমাবেশে বক্তরা বলেন সাপন্থীরা আওয়ামীলীগের ােসর। তারা
বর্তমান অন্তবর্তী সরকারকে অস্থিরতা করার জন্য আওয়ামীলীগের এজেন্ডা
বাস্তবায়নে এই হত্যা কান্ড ঘটিয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতরে চিহ্ণিত কর্রেæত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বাংলােেশর মাটিতে সন্ত্রাসী সাপন্থীরে কোন তাবলীগ জামাত চলতে ওেয়া হবে। সারা
েেশর সকল মসজিে তারে কার্যক্রম বন্ধ করে রাষ্ট্রীয় ভাবে সাপন্থীরে নিষিদ্ধ ঘোষনা করতে হবে। অন্যথায় েেশর আলেম সমাজ কঠোর আ›োলন করবে। মানব বন্ধন ও প্রতিবা সভা শেষে উলামায়ে কেরাম, মুবাল্লীগে দ্বীন ও
তৌহিজিনতা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মেহেী
হাসানের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …