নিজস্ব প্রতিবেদক:
সাধারণ সম্পাদিকা পারুল জানেন না নাটোরে যুব মহিলা লীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কথা। তিনি জানান, সভানেত্রী আঞ্জুমান আরা পপি’র একক সিদ্ধান্তেই এই অনুষ্ঠান হয়েছে। তাছাড়াও কেন্দ্র থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালনের কোন সিদ্ধান্ত জানানো হয়নি। এরইমধ্যে হয়ে গেল নাটোরে যুবমহিলা লীগের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
মঙ্গলবার সকালে কান্দিভিটুয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, জেলা স্বেচ্ছা সেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক আহমেদ সেলিম, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী আঞ্জুমান আরা পপির সভানেত্রীত্বে সীমিত পরিসরে পালিত হয় এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …