সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / সাধারণ ছুটি বাড়ল ১৪ এপ্রিল পর্যন্ত

সাধারণ ছুটি বাড়ল ১৪ এপ্রিল পর্যন্ত

দেশে সাধারণ ছুটি আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে তৃতীয় দফায় ছুটি বাড়ানো হলো। অন্যদিকে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় ছুটি বাড়ল ওইদিন পর্যন্ত।

নিউজ ডেস্কঃ
করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে সাধারণ ছুটি আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সাধারণ ছুটি বাড়ানোর এ আদেশ দেওয়া হয়।

এ নিয়ে তৃতীয় দফায় ছুটি বাড়ানো হলো। অন্যদিকে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় ছুটি বাড়ল ওইদিন পর্যন্ত।

এর আগে, ২৪ মার্চ প্রধানমন্ত্রীর নির্দেশে এক সংবাদ সম্মেলনে প্রথম দফায় ১০ দিনের সাধারণ ছুটির ঘোষণা দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে সামনে রেখে পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি, এর সঙ্গে ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ও পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটিকে যুক্ত করে ঘোষণা করা হয়েছিল ওই ১০ দিনের ছুটি।

এরপর ৩১ মার্চ দ্বিতীয় দফায় সাধারণ ছুটি বাড়ানো হয় ৯ এপ্রিল পর্যন্ত। তার সঙ্গে যুক্ত হয় হচ্ছে ১০ এপ্রিল (শুক্রবার) ও ১১ এপ্রিলের (শনিবার) সাপ্তাহিক ছুটি। 

এদিকে, করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ জন। এছাড়া আরও ১৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট ৮৮ জন শনাক্ত হলো।

এদের মধ্যে ৩০ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন, বাকিরা চিকিৎসাধীন আছেন। 

রোববার দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …