নিজস্ব প্রতিবেদক, লালপুর: ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর নাটোরের লালপুর মুক্ত হয়। এইদিন পাকিস্তানী হানাদার বাহিনীকে লালপুর থেকে বিতাড়িত করা হয়। প্রতিবছর এই দিনটিকে লালপুর মুক্ত দিবস হিসেবে পালিত হয়। এ উপলক্ষে লালপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ছোট্ট পরিসরে কয়েকজন মুক্তিযোদ্ধা মিলে এক আলোচনা সভার আয়োজন করে। উক্ত আলোচনা সভায় মুক্তিযোদ্ধা আকিয়াব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার মাজদার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা বয়তুল্লাহ, বজলুর রহমান প্রমুখ। তবে প্রতি বছর দিনটিকে বিশেষ ভাবে পালিত হলেও এ বছর তেমন কোন উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি। প্রতি বছর শোভাযাত্রা, চিত্রাঙ্কন, শিশুদের মুক্তিযুদ্ধের গল্প শোনানো সহ বিভিন্ন আয়োজনে লালপুরে দিনটিকে উদযাপন করা হতো।
আরও দেখুন
সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …