নিজস্ব প্রতিবেদক:
সাংসদ শিমুলের পাঠানো খাদ্যসহায়তা পেয়ে খুশি ঢাকায় অবস্থানরত নাটোরের বাসিন্দারা। ফোন কল পেয়ে সাংসদ শফিকুল ইসলাম শিমুল তার নেতাকর্মীদের নির্দেশ দেন ঢাকায় ৩০ পরিবারের কাছে খাবার পাঠানোর জন্য।
তার নির্দেশনা মোতাবেক জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম সঙ্গে সঙ্গেই ৩০ জনের জন্য চাল ডাল আলু তেল প্যাকেটজাত করে বনলতা পরিবহনের মাধ্যমে ঢাকায় পাঠানো এই খাদ্য উপহার। রবিবার সকালে এই খাদ্যসহায়তা অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হয়। এত দ্রুত এই খাদ্যসহায়তা পেয়ে ঢাকায় অবস্থানরত নাটোর সদর এবং নলডাঙ্গা উপজেলায় বাসিন্দারা খুবই খুশি।
উল্লেখ্য, ঢাকায় অবস্থানরত জনৈক শিপনের ফোন কল পেয়েই ঢাকার মীরপুরে বসবাসরত নাটোরের ৩০ পরিবারকে খাদ্য পাঠিয়ে দিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। শনিবার দুপুরের পর এমপি শিমুলের নির্দেশ পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢাকায় অবস্থানরত নাটোর সদর এলকাসহ নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামের এই ৩০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী প্যাকেটজাত করে ঢাকার মীরপুরের ঠিকানায় পাঠিয়ে দেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …