নীড় পাতা / উত্তরবঙ্গ / সাংসদ ইসরাফিল লাইফ সাপোর্টে

সাংসদ ইসরাফিল লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম লাইফ সাপোর্টে রয়েছে। শনিবার (২৫ জুলাই) রাত ১১টায় ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন বিউটি বিষয়টি নিশ্চিত করেন।

সুলতানা পারভীন বলেন, বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন তিনি। গত ৬ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত চিকিৎসার জন্য ওনাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষ কিছুটা সুস্থ হয়ে গত ১২ তারিখে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আসারপর ওনার করোনা রেজাল্ট নেগেটিভ আসে।

তিনি বলেন, বাসায় আসার পরে ১৭ তারিখে কাশির সাথে রক্ত বের হয়। ঐ দিনে আমরা তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধিন থাকা অবস্থায় গত ২৪ জুলাই রাত ১১ টায় হাসপাতাল কতৃপক্ষ জানায় ওনার শ্বাস কষ্ট হচ্ছে ওনাকে ভেন্টিলেশন রাখতে হবে। গতকাল থেকে উনি ভেল্টিনেশনে আছেন।
তিনি আরও জানান, বর্তমানে এমপি ইসরাফিল আলমের অবস্থা সংকটাপন্ন।

আরও দেখুন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী কর্তৃক চলমান গণহত্যার প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ …