সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবীতে নাটোরে মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবীতে নাটোরে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের ও কারাগারে প্রেরনের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবীতে নাটোরে মানববন্ধন করেছ সাংবাদিকরা। আজ বুধবার সকালে শহরের কানাইখালী এলাকায় এই কর্মসুচি পালন করা হয়। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিনিক্স মিডিয়ার সাংবাদিক, সুশিল সমাজ সহ এলাকার গর্ণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন, যুগান্তর সিংড়া প্রতিনিধি সাইফুল ইসলাম, বৈশাখী টিভির নাটোর প্রতিনিধি ইসাহাক আলী সহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, হামলা ও মামলা দিয়ে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবেনা। গণমাধ্যমকে গলা টিপে হত্যা করা যাবেনা। সাংবাদিক তাদের লিখনীর মাধমে সমাজের সকল দূর্ণীতি তুলে ধরবেই। কোন ভাবেই তারা পিছু হটবেনা। দ্রুত রোজিনা ইসলামকে নিঃশর্তে মুক্তি না দিলে কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাবে সাংবাদিকরা।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …