নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরে জয়কালী মাতা ও মহাকালী মাতার ৩৮ তম পুনঃ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপী বারোয়ারী পূজা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহা বলেন,গত মঙ্গলবার থেকে রানী ভবানী প্রতিষ্ঠিত নাটোর শহরের লালবাজারে জয়কালী মাতার মন্দির প্রাঙ্গনে তিন দিন ব্যাপী বারোয়ারী পূজা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। মঙ্গলবার থেকে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম দিনের সকালে মাঙ্গলিক বাদ্য, শ্রী শ্রী চণ্ডী পাঠ ও শিশুদের গীতাপাঠ ও ধর্মীয় চিত্রাংকন প্রতিযোগিতা। পরে দুপুরে ‘রী শ্রী শ্রী জয়কালী মাতা ও’রী শ্রী শ্রী মহাকালী মাতার বিশেষ পূজা অর্চনা শেষে সন্ধ্যায় আরতী এবং শুধুমাত্র অবিবাহিত মহিলাদের জন্য প্রদীপ প্রজ্জলন, শঙ্খধ্বনী ও উলুধ্বনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। দ্বিতীয় দিনে প্রথমে’রী শ্রী শ্রী জয়কালী মাতা ও’রী শ্রী শ্রী মহাকালী মাতার বিশেষ পূজা অর্চনা শেষে সন্ধ্যায় আরতী এবং শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্য প্রদীপ প্রজ্জলন, শঙ্খধ্বনী ও উলুধ্বনী প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ। শেষ দিনে দুপুরে ‘রী শ্রী শ্রী জয়কালী মাতা ও’রী শ্রী শ্রী মহাকালী মাতার বিশেষ পূজা অর্চনা শেষে সন্ধ্যায় আরতী এবং ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার ও প্রসাদ বিতরণ। তিন দিনের অনুষ্ঠানের শেষে ভক্তদের জন্য বিশেষ আর্কষণ হিসেবে ধর্মীয় সঙ্গীতের সাথে নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী সাংবাদিক বাপ্পী লাহিড়ীর একমাত্র কন্যা রুপকথা লাহিড়ী।
