নিজস্ব প্রতিবেদক:
করোনাকালে যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের পাশে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘দেশের প্রতিটি জেলায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সাংবাদিকদের অর্থ সহায়তা দেওয়া হয়েছে। কারণ বর্তমান সরকার গণমাধ্যমের প্রতি অত্যন্ত আন্তরিক। তাই দেশের প্রতিটি গণমাধ্যম কর্মীরও কিছু দায়িত্ব রয়েছে। দেশের স্বার্থে সমস্যা, সম্ভাবনা ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের কাজ করতে হবে।’ রাঙামাটি সার্কিট হাউস সম্মেলন কক্ষে গতকাল স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে ‘মুজিববর্ষের অঙ্গীকার, হলুদ সাংবাদিকতা পরিহার’ শীর্ষক মতবিনিময় সভা ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মমতাজ উদ্দিন এ সব কথা বলেন।’
আরও দেখুন
লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …