শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ মেগা প্রকল্প

সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ মেগা প্রকল্প

নিউজ ডেস্ক:
২০২১-২২ অর্থবছরের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়ার শীর্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প। এ প্রকল্পের জন্য আগামী অর্থবছর বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১৮ হাজার ৪২৬ কোটি ১৬ লাখ টাকা।

প্রায় ৬ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দ পাওয়া মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রকল্প রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে। তৃতীয় অবস্থানে রয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্প। এ প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৫ হাজার ৫৩ কোটি ৯৮ লাখ টাকা।

চতুর্থ অবস্থানে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পে (লাইন-৬) বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা, পদ্মা সেতু রেল সংযোগ (প্রথম সংশোধিত) প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৩ হাজার ৮২৩ কোটি ৫১ লাখ টাকা, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পে প্রায় ৩ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধন) প্রকল্প পেয়েছে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৩ হাজার ২২৭ কোটি ২০ লাখ টাকা, এক্সপানশন অ্যান্ড স্ট্রেংদেনিং অব পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আন্ডার ডিপিডিসি এরিয়া প্রকল্পে বরাদ্দ প্রায় ৩ হাজার ৫১ কোটি ১১ লাখ টাকা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম পর্যায়) (প্রথম সংশোধিত) প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ২ হাজার ৮২৭ কোটি ৫২ লাখ টাকা।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …