শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সর্বজনীন নেতা ছিলেন সাবেক এমপি শংকর গোবিন্দ চৌধুরী

সর্বজনীন নেতা ছিলেন সাবেক এমপি শংকর গোবিন্দ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
সর্বজনীন নেতা ছিলেন সাবেক এমপি শংকর গোবিন্দ চৌধুরী- নাটোরের অবিসংবাদিত প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি শংকর গোবিন্দ চৌধুরীর ২৫তম মৃত্যু বার্ষিকীতে উপরোক্ত কথাগুলি বলেন উপস্থিত বক্তারা। নাটোরের অবিসংবাদিত প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি শংকর গোবিন্দ চৌধুরীর ২৫তম মৃত্যু বার্ষিকী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করা হচ্ছে। আজ রবিবার সকালে শংকর গোবিন্দ চৌধুরীর নিজ বাসভবনে তার প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন শেষে নাটোর সদর উপজেলার ছাতনী শ্মশান বেদিতে পুষ্পার্ঘ অপর্ণ ও শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রয়াত আওয়ামী লীগ নেতা শংকর গোবিন্দ চৌধুরীর মেয়ে পৌর মেয়র উমা চৌধুরী জলি।

এসময় অন্যান্যের মধ্যে জেলা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অলক মৈত্র, আইনজীবী সমিতির সভাপতি প্রসাদ তালুকদার, সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মালেক শেখ, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন, ছাতনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল সরকার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম নান্টু, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিউটি পারভীন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় পরিবারের সদস্যরা তার আত্মার শান্তি কামনায় পুজা অর্চনা পালন করেন।

শংকর গোবিন্দ চৌধুরী ছিলেন রাজনীতিবিদ, সমাজসেবক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি ১৯২৬ সালের ৪ মার্চ নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ভাবনী গ্রামে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবা ছিলেন ছাতনীর জমিদার জ্ঞানদা গোবিন্দ চৌধুরী। তিনি ১৯৫৪ সালে আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য এক বছর কারাবরণ করেন তিনি। ১৯৬৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি একাধিকবার নাটোর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ১৯৭০ এর নির্বাচনে এমসিএ নির্বাচিত সহ ৭তম জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধের সময় ৭ নম্বর সেক্টরের জোনাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ছিলেন। ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্যও ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু তাকে নাটোরের গভর্নর নিযুক্ত করেন। ১৯৯৫ সালের এই দিনে তিনি পরলোকগমন করেন। মৃত্যুর পুর্ব পর্যন্ত তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগ নেতা শংকর গোবিন্দ চৌধুরী ছিলেন নাটোরের সব ধর্মের মানুষের প্রিয়জন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এনে দেয় শুন্যতা। তাই বছর ঘুরে দিনটি ফিরে এলে নানা আয়োজনের মাধ্যমে প্রিয় এই মানুষটিকে শ্রদ্ধাভরে স্মরণ করেন নাটোরবাসী।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …