নিজস্ব প্রতিবেদক:
সরকার ঘোষিত কঠোর লকডাউন নাটোরে চলছে ঢিলেঢালা ভাবে। লকডাউনের ৮ম দিনে মানুষ এবং অন্যান্য যানবাহন চলাচল ছিল অনেকটা স্বাভাবিক। তবে আন্তঃজেলা বাস ও দূরপাল্লার কোচ বন্ধ থাকতে দেখা গেছে। শহরের প্রধান সড়কের বিভিন্ন মোড়ে আইন শৃংখলা বাহিনী চেক পোষ্ট বসিয়ে নানা ভাবে জিজ্ঞাসাবাদ করে অপ্রয়োজনে বের হয়ে আসা মানুষগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যবিধি ও সরকারী বিধি নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে রয়েছে জেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। তারা চলে যাওয়ার পরেই স্বাস্থ্য বিধি অমান্যের সাথে সাথে মাস্ক পরিধান না করেই চলাফেরা করছে অধিকাংশ মানুষ। জেলা শহরের বাহিরে জেলার প্রতিটি উপজেলাতে একই অবস্থা বিরাজ করছে।