শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সরকার আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন- আইসিটি প্রতিমন্ত্রী পলক

সরকার আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন- আইসিটি প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক,সিংড়া
ডিজিটালের কারনে দুর্নীতি ও হয়রানী কমেছে — পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,
ডিজিটাল পদ্ধতির কারনে জনগনকে আর হয়রানী করতে হয় না।

স্বল্প সময়ে অল্প খরচে ঘরের কাছে অর্থাৎ ইউনিয়ন পরিষদে মানুষ সেবা পাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে। যুব সমাজকে মাদকমুক্ত করার জন্য খেলাধুলার প্রতি সরকার গুরুত্ব দিয়েছে। গ্রামে গ্রামে মাঠ সংস্কারে অনুদান দিচ্ছে। সরকার আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন।

শিক্ষা প্রতিষ্ঠানে ৮ হাজার শেখ রাসেল কম্পিউটার স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে তরুন প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ গড়ে তোলা যায়। সারাদেশে ২৮ টি হাইটেক পার্ক নির্মান কাজ চলছে। বিগত ১০ বছরে সিংড়ার জনগনের দাবি সরকার পুরন করেছে। কিছু দাবি আছেপর্যায় ক্রমে তা পুরন করা হচ্ছে।

তিনি আরো বলেন, উন্নয়ন ও সুশাসনের জন্য ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য থাকতে হয়। বিগত দিনে জনপ্রতিনিধিদের এসবের অভাব ছিলো। যার জন্য জনগন অবহেলিত ছিলো। উন্নয়ন এবং ভালোবাসা পায়নি। আমি সিংড়াকে আদর্শ ও মানবিক সিংড়া গড়তে চাই সিংড়াকে জুয়া মুক্ত করেছি, মাদক নির্মুলে সরকার কাজ করছে। ১০ বছরে সিংড়াকে উন্নয়নের রোল মডেলে পরিনত করত সক্ষম করেছি। প্রতিটা গ্রামকে শহরে রুপান্তর এবং নিজ নিজ বাড়িতে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।

তিনি শনিবার সকাল ১১ টায় ১ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে সুকাশ ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ,সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ নাজিস, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম,

সহ সভাপতি ফরিদুল ইসলাম, সাধারন সম্পাদক প্রভাষক হালিম মো: হাসমত, ইউপি মেম্বার আব্দুল জলিল, সিংড়া থানার ওসি (তদন্ত) সেলিম হোসেন প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, ইউপি সদস্য শাহিন শাহ।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …